গরুর পেটে পাওয়া গেল ৮০ কেজি প্লাস্টিক!

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৪ পিএম

গরুর পেটে প্লাস্টিক। অনেকটা অবাক করার মতো বিষয়। তাও সেটা আবার প্রায় ৮০ কেজি।

সম্প্রতি এমন ঘটনায় একটি গরুর পেট থেকে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৮০ কেজি প্লাস্টিক বের করেছেন এক চিকিৎসক।

জানা গেছে, ভারতের বিহাররাজ্যের পশুচিকিৎসা হাসপাতালে ওই গরুটির অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার এর নেতৃত্বে ছিলেন, হাসপাতালটি সহ-অধ্যক্ষ জিডি সিংহ।

জিডি সিংহ বলেন, আমার ১৩ বছরের চিকিৎসা জীবনের অভিজ্ঞতায় এমন ঘটনা আগে কখনো কোনো দিন ঘটেনি।

তিনি আরো বলেন, এই অস্ত্রোপচার করতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। ৬ বছর বয়সের ওই গরুটি খাদ্যের মাধ্যমে প্রতিদিন একটু একটু করে প্লাস্টিক খেত। এতে গরুটি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে গরুটি নিয়মিত খাবার খাওয়া ছেড়ে দেয় এবং বিভিন্ন শারীরিক সংকটের মধ্যে পড়ে। এরপর গরুটিকে তার মালিক হাসপাতালে নিয়ে আসে।

ওই চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর গরুর পেটে প্লাস্টিক জমে থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে ওই প্লাস্টিক বের করা হয়।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: