তামিম সাব্বিরের প্রতিপক্ষ মুলতান সুলতানস

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৫৫ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর তৃতীয় আসরের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আলো ঝলমলে আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর তৃতীয় আসরের।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর তৃতীয় আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও নবাগত মুলতান সুলতানস।

পেশোয়ার জালমির জন্য টুর্নামেন্টের শুরুটা বেশ ঝক্কি মাথায় নিয়েই হচ্ছে। চোটের কারণে আগেভাগেই তারা হারিয়ে বসেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পাকিস্তানি পেসার হাসান আলীকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল গত পিএসএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও সাম্প্রতিক সময়ে ফর্মে নেই। তবে অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সাব্বির রহমানকে দলে নিয়েছে পেশোয়ার। তিনিও একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এক দলে দুই বাংলাদেশিকে দেখা যাবে।

অপরদিকে দিকে শোয়েব মালিকের নেতৃত্বাধীন মুলতান সুলতানস এবারই প্রথম খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, থিসারা পেরেরাদের নিয়ে এই দলটি হতে পারে এবারের টুর্নামেন্টের ডার্ক হর্স। স্বদেশি তিন পেসার জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান আর সোহেল তানভীরকে নিয়ে পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী দলটির।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানের এক বর্ণাঢ্য আয়োজন করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ। তারকাখচিত পারফরম্যান্সের মাধ্যমে দেশি-বিদেশি গ্ল্যামার দুনিয়ার সেরা সব পারফর্মারা থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে।

২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে করাচিতে। এই টুর্নামেন্টটিতে ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।

 

বিডি২৪লাইভ/এসআই/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: