জাতীয় নির্বাচনে ‌বিএনপির অংশগ্রহণ করতে হবে

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:১৮ পিএম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপিকে এ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে ইউনিয়ন সংগঠনের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ‍তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা ২০১৩ সালে আন্দোলনের নামে সন্ত্রাস করেছে, ২০১৪ সালে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। ২০১৫ সালে তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। মা-বোনদের ওপর অনেক নির্যাতন করেছে। সেসব কথা মানুষ ভুলে যায়নি। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই মাঠে কাজ করতে হবে জানিয়ে তিনি গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তোলার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছগির আহমেদ মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: