দুই কোটি টাকার ইউএস ডলারসহ আটক ৮

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৮, ১০:৫৯ এএম

২ কোটি টাকার ইউএস ডলারসহ ৮ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। রোববার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে প্রায় দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঈশ্বরকাঠী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৮), মাদারীপুর জেলার মাদারীপুর থানার শ্রীনাদি গ্রামের বাদশা মাতাব্বরের ছেলে মো. উজ্জ্বল আহমেদ (৩১),একই জেলার শিবচর থানার জাদুয়ারচর গ্রামের মৃত সামাদ মুন্সি ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৫), রাজৈর থানার শংকরদী গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. আব্দুল হান্নান (৩৮), ঢাকা জেলার শ্যামপুর থানার শ্যামপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. আনিসুর রহমান (২৯), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আতিকুল রহমান (৩১), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিশ্বম্ভবদী গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. হেদায়েত আলী (৪০),লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাহাদুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (২৮)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান। রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শনিবার সকালে বাংলাদেশি পাসপোর্টধারী ভারত থেকে বিজনেস ভিসায় বাংলাদেশে প্রবেশ করে বিজিবি কাস্টমস তল্লাশি শেষে সীমান্ত এলাকায় অবৈধ মালামাল নিয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৭টার দিকে জয়নগর চেকপোস্টের কাছে বিশেষ অভিযান পরিচালনা করে ওই ০৮ জনকে ১১টি ল্যাগেজসহ আটক করা হয়।

এ সময় যাত্রীদের ল্যাগেজ তল্লাশি করে ৪টি স্কুল ব্যাগে ২ লাখ ১৬ হাজার ১০০ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ১৯৮ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া বিভিন্ন মালামাল আটক করা হয়।আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৭৯৮ টাকা।


বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: