এনএসআই’র সাবেক মহাপরিচালক গ্রেফতার

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৮, ০১:৪০ পিএম

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে এন এস আই’র সাবেক মহাপরিচালক মোঃ ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে আদালতে আনা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদেশ জারির পর তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে তুরিন আফরোজ বলেন, ওয়াহিদুল হক স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মি অফিসার ছিলেন। তিনি দায়িত্ব পালনরত অবস্থায় রংপুরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: