যুবদল নেতা মমতাজের মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৮, ১০:০০ পিএম

জামালপুরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ মমতাজ হোসেনের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) বিকেলে পৌর বিএনপি মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল কবীর তালুকদার শামীম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল আলম ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্র দলের সভাপতি মো. হাফিজুর রহমান মিলন প্রমুখ।

 

সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারন মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মমতাজ স্মরণীতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ শাসনামলে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা মো. নূরুল ইসলামের আগমনের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে মহিলা কলেজের উত্তর পাশে পুলিশের গুলিতে যুবদল নেতা মমতাজ হোসেন মৃত্যু বরণ করেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: