পণ্যবাহী গাড়ির চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

প্রকাশিত: ১৮ মে ২০১৮, ০২:২৭ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক শুক্রবার (১৮ মে) সকাল থেকেই যানজটের কবলে পড়েছে। তবে গজারিয়ার ভাটেরচর থেকে যানজটের তীব্রতা বেশি। ঢাকা থেকে কুমিল্লাগামী লেনে গাড়ি চললেও ঢাকামুখি যানবাহন অনেকটা স্থবির হয়ে আছে। অতিরিক্ত গাড়ির চাপে এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরমধ্যে পণ্যবাহী যানবাহনই বেশি।

ভবেরচর হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকামুখি গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। গজারিয়ার ভাটেরচর এলাকা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়িই যানজটের প্রধান কারণ। যানবাহনের নিরানব্বই ভাগ পণ্যবাহী। তবে কুমিল্লাগামী লেনে যানজট নেই। গাড়ি চলছে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: