তিন মামলায় জামিন চাইলেন খালেদা জিয়া

প্রকাশিত: ২০ মে ২০১৮, ০৩:১০ পিএম

হত্যা, নাশকতা ও মানহানির অভিযোগে দায়ের করা তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২০ মে) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক তিনটি আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

জামিন আবেদনে স্বাক্ষর করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাসুদ রানা।

গাড়িবোমা হামলা করে মানুষ পুড়িয়ে হত্যা ও নাশকতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুই মামলা এবং নড়াইলে মানহানির অভিযোগে একটি মামলা করা হয়। সে মামলাগুলো জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

জামিন আবেদনের বিষয়টি সাংবাদিকদের জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

তিনি বলেন, সকালে আদালতের অনুমতি নিয়ে পৃথক এই তিন মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে।

চলতি সপ্তাহে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন তিনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে বলে জানান ব্যারিস্টার একেএম এহমানুর রহমান।


বিডি২৪লাইভ/এএইচআর

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: