‘মাদকের বিরুদ্ধে অভিযান কিন্তু চলছে’

প্রকাশিত: ২০ মে ২০১৮, ১০:২৪ পিএম

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলার মধ্যে জঙ্গি দমনের মতো মাদক নির্মূলের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এই অভিযান শুরু হয়ে গেছে।

রবিবার (২০ মে) গণভবনে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ সব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব।’

‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান কিন্তু শুরু হয়ে গেছে।’

গত জানুয়ারি পুলিশকে এবং ৩ মে র‌্যাবকে জঙ্গিবিরোধী অভিযানের মতোই মাদকের বিরুদ্ধে অভিযানে নামতে র‌্যাবকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

&dquote;&dquote;

আর এই অভিযানে এখন পর্যন্ত ১৩ জন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শনিবার পর্যন্ত নিহতদের মধ্যে নয় জন র‌্যাবের সঙ্গে এবং গতরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার জেলায় চারজন নিহত হয়েছে।

মাদকের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে আমরা বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘মাদকের জন্য একেকটা পরিবার যে কষ্ট পায়, যেভাবে একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়…। কাজেই এবার মাদকের বিরুদ্ধে অভিযান।’

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে জয়ের পর ২০০৯ সালের জানুয়ারিতে সরকারে আসার পর আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘দিন বদলের রাজনীতি শুরু হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই। গত নয় বছরে দেশের সব উন্নয়ন করেছে বর্তমান সরকার।’

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তারা অত্যাচারই জানে, উন্নয়ন জানে না। আওয়ামী লীগ যে কথা দেয়, সে কথা রাখে। আমরা বলেছিলাম দিন বদলের সদন এখন গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের উন্নতি হয়েছে।’

‘২০০৮ সালে আমরা ঘোষণা দিয়েছিলাম দিন বদলের। ঠিক এই নয় বছরে আমরা দেশের মানুষের দিন বদল করেছি।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: