আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

প্রকাশিত: ২২ মে ২০১৮, ০৮:৫৯ এএম

আর মাত্র ২৩ দিন পর বেজে উঠবে রাশিয়া বিশ্বকাপের দামামা। এবার ফিফা বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়ার ১১টি শহরের ১২টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে মাসব্যাপী হবে বিশ্বের ৩২টি ফুটবল দলের যুদ্ধ। বর্তমানে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলতে উদগ্রীব হয়ে আছে সুযোগ পাওয়া দলগুলো।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণার দিকে সবাই তাকিয়ে ছিল। আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি কাদের দলে রাখেন আর কাকে বাদ দেন তা নিয়েও গুঞ্জন চলেছে বেশ কিছুদিন। সাম্পাওলি ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দিকে আর্জেন্টিনা দলে নেন কিনা। অপরদিকে, পাওলো দিবালা রাশিয়া বিশ্বকাপ দলে ডাক পাবেন কিনা এসব ছিল আলোচনার বিষয়।

আর্জেন্টিনা মোট পাঁচবার ফিফা বিশ্বকাপে ফাইনাল খেলেছে। প্রথম বিশ্বকাপ ফাইনাল ১৯৩০ সালে, দ্বিতীয় ফাইনাল ১৯৭৮ সালে (যেখানে তারা নেদারল্যান্ডসকে ৩–১ ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতে), তৃতীয় ফাইনাল ১৯৮৬ সালে (পশ্চিম জার্মানিকে ৩–২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে), চতুর্থ ফাইনাল ১৯৯০ সালে, সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠে।

রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে হোর্হে সাম্পাওলি অবশেষে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। তাতে দলে জায়গা পেয়েছেন জুভেন্টাসের অন্যতম সেরা তারকা পাওলো দিবালা। কিন্তু ইন্টার মিলানের হয়ে চলতি মৌসুমে ২৯ গোল করা ইকার্ডি আর্জেন্টিনার দলে সুযোগ পাননি। খবর মিররের।

এছাড়া আর্জেন্টিনা দলে হিগুয়েইন, আগুয়েরোর ডাক পাওয়া নিশ্চিত ছিল। দু’জনকেই দলে রেখেছেন কোচ। ইকার্ডিকে বাদ দিয়েও মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা শক্ত দলই ঘোষণা করেছে। তবে ডিফেন্সে তারকা বলেতে রোজো, মারকেদো, ওটামেন্ডিরা। তাদেরকে বেশ চাপ সামলাতে হবে। এবারের বিশ্বকাপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসিরা।

আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দল:

গোলরক্ষক: সার্জিও রোমারিও (ম্যানইউ), উইলি ক্যাবায়েরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেটো)।

রক্ষণভাগ/ডিফেন্ডার: গ্যাবিয়েল মারেকাদো (সেভিয়া), ক্রিশ্চিয়ান আনসালদি (তুরিন), নিকোলাস ওটামেন্ডি (ম্যানসিটি), ফেডেরিক ফ্যাজিও (রোমা), মার্কো রোজো (ম্যানইউ), নিকোলাস ত্যাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুইনো (স্পোটিং লিসবন)।

মধ্যমভাগ/মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (হেরিবি চীন ফরচুন), এডওয়ার্ড সালভিও (বেনফিকা), লুকাস বিগলিয়া (এসি মিলান), জিওভানি লো সেলসো (পিএসজি), এভার বানেগা (সেভিয়া), ম্যানুয়েল ল্যানজিনি (ওয়েস্ট হ্যাম), ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইন্ডিপিনডেন্ট), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স)

আক্রমণভাগ/ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবাবা (জুভেন্টাস), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যানসিটি)।

উল্লেখ্য, ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘ডি’ তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: