ইবিতে চালু হচ্ছে চারুকলা বিভাগ

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ১০:১৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের অধীনে চালু হচ্ছে চারুকলা বিভাগ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদন পাওয়ায় আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন এ বিভাগটিতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থী। সোমবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। তিনি জানান, ‘আমরা ইউজিসির কাছে নতুন ১টি ইনস্টিটিউট ও ৮টি বিভাগ খোলার প্রস্তাব করেছিলাম। পরে ইউজিসি নতুন একটি বিভাগ চারুকলা বা ফাইন আর্টস খোলার অনুমোদন দিয়েছে।’ তিনি আরও বলেন, নতুন এ বিভাগটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন অন্তর্ভূক্ত হবে। আগামী শিক্ষাবর্ষ (২০১৯-২০) থেকে বিভাগটিতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থী। প্রতিবছর বিভাগটিতে ৩০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ৩৪তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর যুগের চাহিদা ও সময়োপযোগী বেশকিছু বিভাগ চালু করা হয়েছে। আশা করি, নতুন এ বিভাগটি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভ কিছু করবে এবং ক্যাম্পাসে প্রগতিশীলতা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: