তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের তথ্য অনুসারে অনলাইন শ্রম বাজারে বাংলাদেশ এখন বিশ্বে ২য় অবস্থানে এবং অনলাইন বিক্রয় ও বিপনন সেবা সহায়তার শীর্ষে বাংলাদেশের অবস্থান। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ডিজিটাল সামিট ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল যুগে বসবাসকারীদের জন্য ডিজিটাল ধারণাই এখন মূখ্য ভূমিকা পালন করছে। আধুনিক বিপণনকারীরা তাদের ব্র্যান্ড তৈরির প্রতিটি কার্যকলাপের সাথে ডিজিটালের সমন্বয় ঘটানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। সেক্ষেত্রে, আমাদের অনুধাবন জরুরি যেনো এ নতুন প্রক্রিয়ার সবক্ষেত্রেই মানব সংযোগ ঘটে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট কৃষি, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন এবং ২০১১ সালে চতুর্থ শিল্পবিপ্লব শুরু হয়েছে, সেই বিল্পবে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ চলছে। চতুর্থ শিল্পবিপ্লবকে ফলপ্রসূ করতে তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইসিটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়, আইসিটি বিভাগ, বিসিসি, এটুআই সর্বাত্মক কাজ করেছে। বাংলাদেশ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিল্পবে যুক্ত হতে পারেনি। কিন্তু খুব অল্প সময়েই ডিজিটাল বিপ্লব ঘটেছে।
পাঠকের মন্তব্য: