‘জ্বীন’ ভর করল নায়িকা পূজার ওপর!

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৮ এএম
নায়িকা পূজা চেরিকে একটি পুরানো বাড়িতে ভয়ঙ্কর দৃষ্টিতে শূন্যের উপর ভাসতে দেখা গেছে। পূজার সাদা জামায় ও বাড়ির দেয়াল জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। পিছনের জানালা দিয়ে সাদা তীব্র আলোর ছটা। পূজাকে ঘিরে আগুন জ্বলছে। বলছিলাম নায়িকা পূজার পরবর্তী সিনেমা 'জ্বীন' এর একটি দৃশ্যের কথা। শুটিং পর্ব দ্রুত শেষ করে এর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়। এরপর ভিএফক্সের কাজ হয় রেড চিলিতে। পূজা গণমাধ্যমকে বলেন, এ ছবিতে আমাকে দর্শকরা ভিন্নরুপে দেখতে পাবেন। হরর থ্রিলার গল্পের সিনেমা এটি। পূজার বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন সজল। ছবিটিতে সজল পূজার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছে আরেকটি জুটি রোশান ও মুন। নাদের চৌধুরী পরিচালিত সত্য কাহিনী অবলম্বনে ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জ্বীনকে কেন্দ্র করে। তিনি সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: