‘রানা প্লাজা আমাকে ধ্বংস করে দিয়েছে’

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ০৩:৪৯ পিএম
২০১৩ সালে সাভারে ‘রানা প্লাজা’ নামে একটি বহুতল ভবন ধসে পড়ে। এই ঘটনার ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয় চলচ্চিত্র ‘রানা প্লাজা’। নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমনি। নানা জটিলতার কারণে দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। বেশ কিছু দৃশ্য, রানা প্লাজা ধসের চিত্রায়ণ প্রভৃতি নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড। এরপর সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি গড়ায় আদালতে। সিনেমাটির কিছু দৃশ্য কর্তন করেও শেষ রক্ষা হয়নি। সিনেমাটি এখনো আলোর মুখ দেখেনি। পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘রানা প্লাজা’ অনেক সাধনার একটি সিনেমা। কিন্তু আজও মুক্তি পায়নি এটি। এর জন্য যে কতটা দুঃখবোধ কাজ করে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। সিনেমাটি একটি ডিজাস্টার নিয়ে নির্মিত। কিন্তু এ সিনেমা এখন আমার জীবনেই ডিজাস্টার হয়ে এসেছে। দুইবার এ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। শেষ মুহূর্তে মুক্তি আটকে দেওয়া হয়। ‘রানা প্লাজা’ আমাকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে। এরপরে দুটি সিনেমার নির্মাণ শুরু করেও শেষ পর্যন্ত করা হয়নি। আমার এখন আর কাজে মন বসে না।’ পরিচালক নজরুল ইসলাম এই সিনেমায় তার টাকাও বিনিয়োগ করেছেন। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এই সিনেমার একজন পার্টনার ছিলাম। আমার সারা জীবনের ইনকাম এই সিনেমায় খরচ করেছি। এখন পর্যন্ত তিন কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। এই টাকা কোনোদিন আসবে কি না জানি না। আমি নিজেই ডিজাস্টার হয়ে গেছি। এই বিচার কার কাছে দেব। সিনেমাটির মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি! ২০১৩ সালে সাভারে ‘রানা প্লাজা’ নামে একটি বহুতল ভবন ধসে পড়ে। এই ঘটনার ১৭ দিন পর অর্থাৎ ১০ মে ধ্বংসস্তূপ থেকে রেশমা নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নির্মাতা নজরুল ইসলাম খান তৈরি করেন এ চলচ্চিত্র। এ নির্মাতা জানান, এ সিনেমার কোথাও যদি গার্মেন্টস সেক্টরকে ছোট করে উপস্থাপন করা হয়ে থাকে, তবে সিনেমাটি ব্যান করলে তার কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: