শেরপুরে মেয়র মনোনয়ন প্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১২:২২ এএম
শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শহরের শীতলপুর মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে বিশিষ্ট সমাজসেবক মোখলেসুর রহমান, মোকাম্মেল হক কুসুম, সুলতান মাহমুদ সুজন, সাইফুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, আরিফুল ইসলাম, কৃষকলীগ নেতা এসআরডি আলম, আনোয়ার শাহাদাত জামান, রফিক মুন্সী, শামীম হোসেন, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, জাহাঙ্গীর আলম, রবিন মিয়া, জাহাঙ্গীর আলম কোকিল, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, সাদ্দাম সরকার, শফিকুল ইসলাম শামীম, জাকির হোসেন জিহাদ, জাহিদ হোসেন, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল, সিয়াম, রিজন, সিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: