চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৪ পিএম
ফুয়াদ মোহাম্মদ সবুজ,  চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ এলাকায় থেকে ইসমাইল (৪৮) নামে এক ব্যক্তির লাশ ‍উদ্ধার কছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফিরোজশাহ এলাকার একটি মার্কেটের পরিত্যক্ত রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার (ওসি) সৈয়দ হাসান জানান, ‘মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ফিরোজশাহ এলাকার একটি মার্কেটের পরিত্যক্ত রুমে ঘুমাতেন বলে জানান স্থানীয়রা পরে গত দুই-তিনদিনও ঘুম থেকে না উঠায় স্থানীয়রা থানায় খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুইতিনদিন আগে মারা গেছেন তিনি। তবে কিভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: