দুমকিতে অবৈধভাবে বালু উত্তোলন, ভেকু মেশিন পোড়াল প্রশাসন

প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৩:৩৫ এএম
কাজী জুবায়ের ইসলাম সোহান, দুমকি (পটুয়াখালী) থেকে: পুটয়াখালী জেলা দুমকিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকু মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ভেকু মেশিন পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। অবৈধভাবে মাটি কাটার দায়ে কাইয়ুম হাওলাদার নামে একজনকে আটক এবং স্থানীয় ইউপি সদস্য মো. কবির খানকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: