সবচেয়ে কম ভ্যাকসিন নিয়েছে বরিশাল বিভাগের মানুষ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০৫:৪০ এএম
দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার দিন থেকে রোববার পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এর মধ্যে পুরুষ ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন এবং নারী ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন। এ দিকে ভ্যাকসিন নেয়া বিভাগ সমূহের মধ্যে সবচেয়ে কম ভ্যাকসিন নিয়েছে বারিশাল বিভাগের মানুষ। এ পর্যন্ত ঢাকা বিভাগে ভ্যাকসিন গ্রহণ করেছেন ১৩ লাখ ৯৩ হাজার ৭২৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ৭ হাজার ৫১১, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৯ হাজার ৪৯২, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ১০ হাজার ৮০১, রাজশাহী বিভাগে চার লাখ ৭৯ হাজার ৯৫, রংপুর বিভাগে চার লাখ ১১ হাজার ৩৫৭, খুলনা বিভাগে পাঁচ লাখ ৭৬ হাজার ৭৯২, বরিশাল বিভাগে এক লাখ ৯৫ হাজার ৮২৩ এবং সিলেট বিভাগে দুই লাখ ৪১ হাজার ৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। ফাইল ফটো স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন। গতকাল করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ৩০ হাজার ৩০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৯৫৮ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯৫ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৯৩৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৩৫৬ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭০১ জন রয়েছেন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: