স্বাস্থ্যবিধি না মানায় দোহার-নবাবগঞ্জে ২৩ জনের অর্থদণ্ড

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১২:১৭ এএম
শামীম হোসেন সামন, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) থেকে: সম্প্রতি করোণা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে দোহার উপজেলা সদর জয়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পরিধান না করার অপরাধে ৮ জনকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। অপরদিকে, মঙ্গলবার সকালে নবাবগঞ্জের মহাকবি কায়কোবাদ চত্তরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু। এসময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পরিধান না করার অপরাধে ১৫ জনকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: