করোনায় মৌলভীবাজারের অবস্থা ভয়াবহ, সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ০৬:৩০ এএম
কোভিড-১৯ সংক্রমণে সারাদেশের মাঝে মৌলভীবাজার জেলা প্রথম স্থানে অবস্থান করছে। নিশ্চিত করেছে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়। করোনার সংক্রমন ঠেকাতে বুধবার (৩১ মার্চ) জেলা প্রশাসক জারি করেছেন নতুন নির্দেশনা। জেলার সকল উপজেলার দোকানপাট সন্ধ্যা ৭ টার আগে বন্ধ করা সহ কোন ধরনের বিয়ের প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, কীর্তন সহ যাবতীয় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। মাধবকুন্ড জলপ্রপাত ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ জেলার সকল পর্যটন কেন্দ্র গুলো বন্ধ করা হয়েছে। মাস্ক ছাড়া কেউ বাইরে ঘুরাফেরা করলে করা হবে জরিমানা।এসব নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন মাইকিং সহ বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশে করোনা সংক্রমণের হার টেস্টের বিপরীতে ১৯ দশমিক ০৯ শতাংশ, সেখানে মৌলভীবাজারে সংক্রমণের হার ২০ দশমিক ০৪। সংক্রমণের দিক থেকে এক নাম্বারে আছে মৌলভীবাজার, এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নতুন এসব নির্দেশনার ববিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: