মেক্সিকোতে ব্রিজ ধসে পড়ায় ১৫ জনের মৃত্যু (ভিডিও)

প্রকাশিত: ০৪ মে ২০২১, ০৬:২৬ পিএম
:মেক্সিকো সিটিতে মেট্রো ট্রেনের গাড়ি বহনকারী একটি ওভারপাসের একটা অংশ রাস্তায় ধসে পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) রাতের এ দুর্ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। স্থানীয় চ্যানেল মিলেনিও টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, মেট্রোর ১২টি লাইনের ওভারপাসের অংশটি উপর থেকে ভেঙে নীচে রাস্তায় পড়ে যাচ্ছে। মেক্সিকোর সিটির মেয়র ক্লাউডিয়া সেইনবাউম দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে গেছেন। একটি ভিডিওতে দেখা গেছে একটি ট্রেন ভেঙে পড়েছে। ডজনখানেক উদ্ধারকর্মী ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন। সেখানে আরও গাড়ি আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেট্রো লাইন ১২'তে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই ব্রিজের নির্মাণ নিয়ে ইতোমধ্যেই অনিয়মের অভিযোগ উঠেছে। মেয়র ক্লাউডিয়া জানিয়েছেন, দমকল কর্মী এবং বেসামরিক নিরাপত্তা কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: