র্যাব-৫, জয়পুরহাট সিপিসি-৩ অভিযান চালিয়ে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকা থেকে আজ বুধবার (২৬ মে) সকাল আনুঃ সাড়ে ৯টায় প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরি পত্ত শিবলিঙ্গ উদ্ধার করেছে। যার আনুঃ মূল্য পাঁচ কোটি টাকা।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে বুধবার সকাল আনুঃ সাড়ে ৯টায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের জনৈক ধন মুহাম্মদের বাড়ির উঠানের সামনে নির্মাণ কাজের সময় খননকালে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরি পত্ত শিবলিঙ্গ উদ্ধার করা হয়। যার আনুঃ মূল্য পাঁচ কোটি টাকা। এর দৈর্ঘ্য-৭৮ ইি , ব্যাস ২৪ ইি , ওজন-১০৩ কেজি।
প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক উক্ত নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার নিমিত্তে একটি দল প্রেরণ করা হবে মর্মে মৌখিকভাবে জানানো হলে প্রাথমিকভাবে নিদর্শনটি নওগাঁ জেলার ধামইরহাট থানার জিডিমূলে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, পাহাড়পুর, বাদলগাছী, নওগাঁ এর নিকট হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মন্তব্য: