শ্রীপুরে দিনব্যাপী প্রদর্শণী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ জুন ২০২১, ০৭:৩৬ পিএম
বায়েজীদ আকন্দ, শ্রীপুর (গাজীপুর) থেকে:  গাজীপুরের শ্রীপুরে শনিবার (৫ জুন) দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪১টি স্টলে গরু, মহিষ, ছাগল, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শণী করা হয়। প্রদর্শণীতে প্রাণি লালন পালন ও চিকিৎসা সংক্রান্ত নানাবিধ তথ্য দিয়ে খামারীদের প্রাণিসেবায় উদ্বুব্ধ করা হয়। প্রদর্শণী উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রুকুনুজ্জামান পলাশ, শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান মন্ডল, ভ্যাটেরেনারী সার্জন সামিউল বাছির, পোল্ট্রি মালিক সমিতির সভাপতি সাংবাদিক এম এ মতিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এম এম ফারুক এবং সাধারণ সম্পাদক কবির সরকার, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ প্রধান প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: