অবশেষে সাতদিন পর উদ্ধার হল কচাকাটার দুই ধর্মের প্রেমিক যুগল

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ০৭:৫৫ পিএম
নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে: অবশেষে পুলিশের তৎপরতায় ৭দিন পর উদ্ধার হল দুই ধর্মের প্রেমিক যুগল কিশোর শ্রী গোবিন্দ বিশ্বাস (১৭) এবং কিশোরী (ছদ্মনাম) ফ্লোরা (১৪)। কিশোর গোবিন্দ বিশ্বাস উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের শ্রী বকুল চন্দ্র বিশ্বাসের ছেলে এবং কিশোরী (ছদ্মনাম) ফ্লোরা একই গ্রামের আনিছুর রহমানের কিশোরী কন্যা। তাদের দু'জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। সে প্রেমের টানে গত ১৫/৮/২১ ইং প্রেমিক গোবিন্দ ও প্রেমিকা (ছদ্মনাম) ফ্লোরা বাড়ির কাউকে না জানিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এদিকে ১৮/৮/২১ ইং তারিখে কিশোরী আনিকার পিতা গোবিন্দের বিরুদ্ধে কচাকাটা থানায় একটি অপহরন মামলা দায়ের করলে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে কুড়িগ্রাম থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরনকারী গোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করে। এ বিষয়ে জানতে চাইলে কচাকাটা থানা ওসি (তদন্ত) কামাল হোসেন জানান,আসামিকে গ্রেফতারের পর সোমবার জেল হাজতে এবং উদ্ধারকৃত মেয়েটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: