শীর্ষ নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৬ পিএম
দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতামত জানতে টানা তিন দিনব্যাপী বৈঠক শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে তাদের ধারাবাহিক বৈঠক শুরু হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে দ্বিতীয় দিনের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দ্বিতীয় দিনে জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকদের নিয়ে এই বৈঠক শুরু হয়েছে। এর আগে গতকাল জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার প্রথমদিন প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: