ফেনীর আলোকদিয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র আহত
কামরুল হাসান নিরব, ফেনী থেকে: ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়ায় বখাটের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম জয় নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে শহরের সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জয়কে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতের মা নাসিমা বেগম বাদী হয়ে বখাটে জাহিদুল ইসলাম জুলহাসসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করেফেনী মডেল থানায় এজাহার দায়ের করেন। এজহারের বিবরণে জানা যায়, আসামি জুলহাস একই বাড়ির মোঃ হানিফের পুত্র, জয়ের সাথে বখাটে জুলহাসের পূর্ব রিরোধ রয়েছে। এই বিরোধোর জেরধরে রবিবার সকালে শহরের সহদেবপুর সংলগ্ন গোপাল সেলুনের সামনে উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে আসামী জুলহাস সেলুন দোকান থেকে কেচি ও পরিকল্পিতভাবে হাতে থাকা ছুরি দিয়ে মারাত্মক আহত করে। পরে আশপাশের লোকজনের শোর-চিৎকারে আসামিরা পালিয়ে যায়। তারা জয়কে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে জয়ের অবস্থা আশঙ্কাজনক, তার কাধে, হাতেও পিঠেসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের মারাত্মক জখম রয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি তদন্ত আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে, আসামী দের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: