মেম্বারের বাড়িতে হঠাৎ মৌমাছির আক্রমণ

প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১২:৪৫ পিএম

এক ইউপি মেম্বারের বাড়িতে মৌমাছির আক্রমণে ৩৬টি কবুতর মারা গেছে। এ সময় আহত হয়েছে ছয়টি গরু ও দুটি ছাগল। এছাড়া মৌমাছির আক্রমণে মেম্বারসহ পরিবারের তিন সদস্যও আহত হন। বুধবার (৯ মার্চ) কুড়িগ্রামের উলিপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের ফারাজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- তবকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার রাধানাথ বর্মন (৫৫), তার মা সুরোবালা (৭০) ও স্ত্রী পূর্ণিমা রানি (৫০)।

স্থানীয়রা জানান, মেম্বার রাধানাথ বর্মনের বাড়ির উঠানে আম গাছের মগডালে বড় একটি মৌচাক ছিল। বুধবার বিকেলে হঠাৎ ওই মৌচাকে কয়েকটি বাজপাখি হানা দেয়। এতে মৌমাছিগুলো দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। পরে ওই মেম্বারের বাড়িতে পালিত কবুতরের ঝাঁকে আক্রমণ করে মৌমাছি। এতে ৩৬টি কবুতর মারা যায়। বাকি সাতটি কবুতর জবাই করা হয়। মৌমাছি হুল ফু‌টিয়ে ছয়টি গরু ও দুটি ছাগল আহত করে। এছাড়া মেম্বারসহ পরিবারের তিন সদস্যও আহত হন।

প্রতিবেশী ভুষন বর্মন বলেন, খবর পেয়ে ছুটে আসি। কিন্তু উপায় তো নেই, মৌমাছির শুলির ভয়ে আমরাও ভীত ছিলাম। মৌমাছির আক্রমণ দেখে আমরা সরে গিয়েছি। এ বিষয়ে ইউপি মেম্বার রাধানাথ বর্মন বলেন, আম গাছের আড়ালে যে মৌমাছির চাক ছিল এটা আমরা কেউই জানতাম না। আজ হঠাৎ করে বাজপাখির আক্রমণে মৌচাকটি ভেঙে পড়ায় মৌমাছি আমাদের ওপর আক্রমণ করে। এতে বাড়িতে পালিত ৪৩টি কবুতরের সবগুলোই শেষ হয়ে গেল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: