আদিতমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ০৯:২৩ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে বলরাম চন্দ্র (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পুর্ব শালমারা গ্রামে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মনঞ্জয় চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে নিজস্ব পুকুর পাড়ে খেলছিল শিশু বলরাম চন্দ্র। এ সময় পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় সে। বিকেল থেকে তার কোন সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবার। এর এক পর্যয়ে সন্ধ্যার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: