সিরাজগঞ্জের বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০৪:৪১ পিএম

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামী ও শ্বশুরকে মিথ্যা মামলা দিয়ে ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টায় সরাই হাজীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনকারী মোছাঃ নুসরাত জাহান ইভা জানান, আমি মোছাঃ নুসরাত জাহান ইভা (পূর্বের নাম অংকিতা রানী তালুকদার) পিতাঃ পংকজ কুমার তালুকদার, গ্রামঃ ভূঁইয়াগাঁতী, থানাঃ সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। আমি গত ২৪-০৮-২০২১ইং তারিখে মোকাম সিরাজগঞ্জ নোটারী পাবলিকের কার্যালয়ের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করি।

পরবর্তীতে গত ২৪ মার্চ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে মোঃ লিখন খাঁনের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এখন আমার বাবা পংকজ কুমার তালুকদার আমার স্বামী মোঃ লিখন খাঁন ও আমার শশুর মোঃ আব্দুল আলীমকে বিভিন্ন মিথ্যা মামলা ও হত্যার হুমকির দিচ্ছে।

আমি এই মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমি নিজ ইচ্ছায়, স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি ও মোঃ লিখন খাঁনকে বিয়ে করি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: