দেশে আসছেন স্বর্ণজয়ী অধিনায়ক জুয়েল

ক্রীড়াঙ্গনে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন অধিনায়ক জুয়েল রানা। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছিলেন। ১১ মে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করবেন। এই পুরস্কার নিতে আমেরিকা থেকে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৮ মে আমেরিকা থেকে রওনা হয়ে ৯ মে সকালে বাংলাদেশে পৌঁছাবেন। ১১ মে পুরস্কার গ্রহণের পর দেশে তিন দিন অবস্থান করবেন তিনি। পরে আবার আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। বছর ছয় আগে পরিবার নিয়ে আমেরিকার ভার্জিনিয়া শহরে বসবাস শুরু করেন জুয়েল। জুয়েল রানা বলেন, সারা জীবনের একটি স্বীকৃতি ফলে কিছুটা কষ্ট ও ব্যয়বহুল হলেও সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করছি।
জুয়েল রানা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনন্য। তার অধিনায়কত্বে ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডু সাফ গেমসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ২০০৮ সালে মোহামেডানের জার্সি গায়ে অবসরে গিয়ে আলোচনার জন্মদেন। অবসরে তিনি কিছু দিন কোচিং করেছেন। ২০১৬ সালের দিকে সপরিবারে দেশ ছাড়েন তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: