মেহেরপুরে মাকে হত্যার অভিযোগে বাবাকে পুলিশে দিলো মেয়ে

প্রকাশিত: ০৭ জুন ২০২২, ০৩:১৯ পিএম

মেহেরপুরে মাকে হত্যার অভিযোগ এনে বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিলেন মেয়ে। ঘটনাটি মেহেরপুর শহরের পশুহাট পাড়া এলাকায়। মঙ্গলবার (৭ জুন) সকালের দিকে মেহেরপুর শহরের পশুহাট পাড়া এলাকায় নিজ বাড়ির বারান্দা থেকে সকিনা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ। সকিনা খাতুন ওই এলাকার বদর আলী বগা কসাইয়ের স্ত্রী।

নিহত সকিনা খাতুনের মেয়ে সুমনা জানান, রাতে মায়ের সঙ্গে ঘরে ঘুমাতে যায়। একসঙ্গে ঘুমালেও ভোর রাতে মাকে বিছানায় না পেয়ে ঘরের বাইরে খুজতে এসে বারান্দায় মায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

সুমনা খাতুন আরও জানান, বাবা বদর আলী বগা প্রতিনিয়ত মাকে নির্যাতন করে আসছিলেন। রাতে তার মাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন। পরে সন্তানের অভিযোগের ভিত্তিতে সকিনার স্বামী বদরকে আটক করে সদর থানা পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ পান থেকে চুন খসতেই বদর আলী কসাই তার স্ত্রী সকিনাকে নির্যাতন করে আসছিলেন বলে করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার অভিযোগে স্বামী বদর আলীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: