শাওন হত্যায় ৪২ পুলিশের নামে বিএনপির মামলা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮ পিএম

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার অভিযোগে পুলিশের এক এসআইসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু। তিনি জানান, শাওন হত্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মামলার আবেদন করেছেন। আদালত মামলাটি শুনানির জন্য রেখেছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত হন শাওন প্রধান নামের এক যুবক। তিনি যুবদলের একজন নেতা ছিলেন বলে দাবি করে আসছে বিএনপি। শাওনের মৃত্যুর ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার বড় ভাই মিলন প্রধান। এদিকে, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: