ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করল নর্থ সাউথ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ পিএম

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করল বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ। ছাত্রলীগ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই নিষিদ্ধের কথা জানিয়ে দিল নর্থ সাউথ ইউনিভার্সিটি। এর আগেও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা জানিয়ে নোটিশ দেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ তাজমীন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পোস্টে।

ফেসবুক পোস্টে বলা হয়, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অবস্থান সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক, অ-জাতিগত এবং অলাভজনক প্রতিষ্ঠান। একটি বিশ্বমানের শিক্ষাদান ও শিক্ষা ও গবেষণা সংস্থা হতে চায়, যা ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেয় না। তবে এনএসইউ পরিবারের সদস্যরা অবশ্যই ক্যাম্পাসের বাইরে তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে স্বাধীন বলে ঘোষণা করা হয়।

পাশাপাশি এনএসইউ-এর নাম ও লোগোর পাশাপাশি এর প্রাঙ্গণ ও সম্পত্তি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না সাফ জানিয়ে দেওয়া হয় ফেসবুক পোস্টে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: