মেহেরপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সেই স্বামী ও শশুর আটক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ এএম

মেহেরপুরের গাংনীতে গৃহবধু তাসনীমকে স্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ও শশুরকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের আটক করেন। প্রেম করে বিয়ে করার ৪ বছর পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

১ সন্তানের জননী তাসনীম উর্মি নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী আশফাকুজ্জামান প্রিন্স এর বিরুদ্ধে। এঘটনায় নিহতের স্বামী আশফাকুজ্জামা প্রিন্স ও শশুর আবুল হাশেমকে আটক করেছে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জিজ্ঞাসা বাদের জন্য তাদের আটক করা হয়েছে।।ময়না তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: