বাফুফেকে ফিফার জরিমানা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৮:৪৭ পিএম

বাফুফেকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ ফুটবল দলের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তাকে পাওনা পরিশোধ না করায় জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে। ফিফা তাদের এক বিবৃতিতে বুধবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কী পরিমাণ অর্থ বাফুফেকে পরিশোধ করতে হবে সেটি এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চুক্তি ভঙ্গের ইস্যুতে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুনতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

ইংল্যান্ড থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জেমি ডে নিজেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার কাছে আপিল করবে। জেমি ডে'র চুক্তি ছিল ২০২২ সালের আগস্ট পর্যন্ত। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই গত বছর সেপ্টেম্বরে তাকে বরখাস্ত করা হয়। পরিশোধ করা হয়নি পাওনা। এ কারণে ইংলিশ এই কোচ আইনজীবীর মাধ্যমে ফিফায় আবেদন করেন। বাফুফে ফিফার সঙ্গে এ ব্যাপারে আলোচনাও করেছে। শেষ পর্যন্ত ফিফার রায় গিয়েছে জেমি ডে'র পক্ষে।

জেমি ডে বলেছেন,ফিফা আমার অর্থ প্রদানের জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না। আমার আইনজীবী সব বলতে পারবে।  তবে কত টাকা বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে তা জানা যায়নি। তবে বিভিন্ন মাধ্যম বলছে প্রায় কোটি টাকার মত ক্ষতিপূরণ গুনতে হচ্ছে বাফুফেকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: