গুরুর কণ্ঠে শিষ্যের গান

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ০৫:১১ পিএম

সংগীতাঙ্গনে দুই জনপ্রিয় মুখ সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। তাদের পরিচয় পাক্কা এক যুগের। হাবিবকে গুরু হিসেবে শ্রদ্ধা করেন, ভালোবাসেন ইমরান। কিন্তু এখন পর্যন্ত তাদের একসঙ্গে কাজ করা হয়নি। সম্প্রতি গুরু-শিষ্য এক হয়ে তৈরি করছেন একটি গান। এতে সুর ও সংগীত বসিয়েছেন ইমরান আর কণ্ঠে দিয়েছেন হাবিব। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানালেন ইমরান নিজেই।

সেই পোস্টে ইমরান লেখেন, প্রথমবার আমার সুর-সংগীতে গান গাইলেন হাবিব ওয়াহিদ (আমার বস)। মনে হচ্ছে স্বপ্ন। যার সুর ও সংগীত শুনে মিউজিক করার আগ্রহ এবং অনুপ্রেরণা পেয়েছি। সেই মানুষটির জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের। আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি।

তিনি আরও লেখেন, মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এত দিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য। শুধু এটুকু বলতে চাই এই গানটি আমার জন্য শুধু একটি গান না, আমার জন্য অনেক বড় আবেগ এটা। গানটি কেমন করতে পেরেছি— আমি জানি না, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি।

তবে গানটির শিরোনাম কী, কবে আসছে— এ বিষয়ে মুখ খোলেননি গুরু-শিষ্য। ইমরান শুধু জানিয়েছেন, শিগগিরই আসছে গানটি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে যেকোনো দিন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: