যে সমীকরণে এখনো সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১০:১২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে ভারতের বিপক্ষে পাঁচ রানে হেরেছে বাংলাদেশ। ফলে সেমিফাইনাল খেলার সমীকরণটা কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। তবে, আশা এখনও শেষ হয়ে যায়নি। সেক্ষেত্রে নিজের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার দিকে।

পয়েন্ট তালিকার হিসেবে ভারতের সঙ্গে হেরে চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে সমান ম্যাচ খেলে তিন জয়ে শীর্ষে ভারত। তিন ম্যাচে দুই জয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। একই ম্যাচ খেলে পঞ্চম অবস্থানে পাকিস্তান।

এই অবস্থান থেকে শীর্ষ দুই নিশ্চিত করে সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশের পক্ষে মিলে যেতে হবে অনেক সমীকরণ। শীর্ষে থাকা ভারত যদি শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যায় দুই-তিন ওভার বাকি থাকতে কিংবা ১৫-২০ রানে, আর বাংলাদেশ যদি তার চেয়েও বেশি ব্যবধানে হারায় পাকিস্তানকে, তাহলে অন্য আর কোনো ম্যাচের হিসেব ছাড়াই শেষ চারে চলে যাবে বাংলাদেশ, কপাল পুড়বে ভারতের।

দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্যের সুযোগও নিতে পারে বাংলাদেশ। প্রোটিয়ারা যদি নিজেদের শেষ দুই ম্যাচেই হারে, তাহলে পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে দলের। তবে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিপক্ষে।

যদিও নিজেদের মান ধরে রেখে খেলতে পারলে ভারতের জিম্বাবুয়ের কাছে হারার কথা নয়, নেদারল্যান্ডসও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারার কথা নয়! সে কারণেই বলা যায়, কাগজে কলমে হিসাবটা টিকে থাকলেও আসলে সুযোগটা হারিয়েই বসেছে বাংলাদেশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: