ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবাকে খুনের ঘটনা ঘটেছে। রবিবার (০৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত মোঃ আব্দুল বারি (৫৫) চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। এঘটনায় নিহতের ছেলে শাহিনকে আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রবিবার আনুমানিক রাত ১০ টার দিকে মৃত বারির বড় ছেলে ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিল শাহিন। এ সময় বাবা বারি শাহিনকে বাধা দেয়। এতে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে রাত ১১ টার দিকে ছেলে শাহিন বাবাকে ধাক্কাধাক্কি শুরু করে। বাবা বারি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খরব পেয়ে সদর থানা পুলিশ নিহত বারির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা মৃত্যুর ঘটনায় ছেলে শাহিনকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: