১০ তারিখের সভা ফ্লপ, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: সেতুমন্ত্রী

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম

বিএনপির ১০ তারিখের সভা ফ্লপ হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার দলের আসন্ন সম্মেলন বিষয়ক উপকমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য সংঘাত না করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সংকটের কথা ভেবে সাদামাটা জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সর্বোচ্চ উপস্থিতি হবে। নেত্রীর নির্দেশে এবারের সম্মেলন সুন্দরভাবে বাস্তবায়ন হবে।’

বিএনপি সংঘাত সৃষ্টির ইংগিত দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপি-জামায়াতের প্রতি সংঘাত সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা কিভাবে গণতন্ত্রকে শৃঙ্খল করবে। আগে নিজেদের ঠিক করুন তারপর গণতন্ত্রকে ঠিক করুন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘অর্থনীতি ঠিক আছে, মুদ্রাস্ফীতি কমছে, আমরা ভালোর দিকে যাচ্ছি। বিএনপির আমলে বিশ্বকাপে বিদ্যুৎ সংকট ছিল। বিএনপি পারলে পদ্মা সেতুর মতো একটি প্রকল্প করে দেখাক।’

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির টার্গেট সুপার ফ্লপ। ১১ তারিখে তারেক জিয়া আসার কথা থাকলেও ১০ তারিখে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখানোর ফলে আশাভঙ্গ হয়েছে। বিএনপির অফিস তল্লাশি না করলে বোঝা যেত না বোমার কথা। গণমিছিল স্থগিত করে বুঝিয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: