সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানের চাকায় পিস্ট হয়ে যুবকের পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৫:৫০ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্ভাড ভ্যানের চাকার নীচে পিস্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুত্বর অবস্থায় ওই যুবককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার গারাদহের মহেশপুর এলাকায় এ ঘটেছে। আরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মরিচা গ্রামের সানিকুল ইসলাম মেম্বরের ছেলে।

স্থানীয়রা জানান, অটোভ্যানযোগে ওই যুবক উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী থেকে শাহজাদপুরের তালগাছি যাবার পথে মহেশপুর এলাকায় অটোভ্যানের এক্সেল ভেঙ্গে যায়। এতে আরিফুল ইসলাম রাস্তায় পড়ে যায়। এসময় একটি দ্রতগামী কাভার্ড ভ্যান তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে আরিফুলের ডান পা চাকায় পিস্ট হয়ে হাটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ দিলে কাভার্ডভ্যানটি শনাক্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: