বড়াইগ্রামে ট্রাকচাপায় নারী নিহত

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম

মোতালেব হোসেন, বড়াইগ্রাম (নাটোর) থেকে: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে ট্রাকচাপায় পারুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে আহমেদপুর বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগম উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল্লাহর স্ত্রী।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে পারুল ব্যাটারি চালিত অটোভ্যানে করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

পথে আহমেদপুর বাজারে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পারুল নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: