৩ দিনে ৩১৩ কোটি আয় করল 'পাঠান'
![](https://www.bd24live.com/bangla/wp-content/uploads/2023/01/pathan-1.jpg)
বিতর্কের আঁচ গায়েও লাগেনি। দুরন্ত গতিতে ছুটে চলছে শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির প্রথম দিন থেকেই বিশ্বব্যাপী বিভিন্ন রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি। সর্বশেষ খবর অনুযায়ী, তৃতীয় দিনে সর্বমোট ৯৪ কোটি রুপি আয় নিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৩১৩ কোটি রুপি। বলিউড বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
একাধিক ভারতীয় গনমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, তৃতীয় দিনের আয় ৯৪ কোটি রুপি। ৩১৩ কোটির মধ্যে ভারতে আয় ২০১ কোটি রুপি ও ভারতের বাইরে থেকে এসেছে ১১২ কোটি রুপি। এর মাধ্যমে হিন্দি সিনেমা হিসেবে দ্রুততম সময়ে তিন শ কোটি রুপির ঘরে ঢুকল শাহরুখের পাঠান। মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী পাঠানের আয় ছিল ২১৯ কোটি রুপি। এর মাঝে প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ছিল ১১৩ কোটি রুপি। গত দুই দিনের সাফল্যের রেশ তৃতীয় দিনেও ধরে রেখেছে সিনেমাটি।
এরই মধ্যে কেজিএফ-২ এর প্রথম দিনের কালেকশনকেও পেছনে ফেলেছে এই ছবি। প্রথম দিনেই ৫৫ কোটি রুপি আয় করে ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে পাঠান। বিশ্বব্যাপী আয়ের মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে মধ্যপ্রাচ্যে। এ ছাড়া ইউরোপের বাজার ও অস্ট্রেলিয়াতেও ভারতীয় সিনেমার পুরোনো রেকর্ড ভেঙেছে পাঠান।
যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর তৃতীয় ছবি হিসেবেও ‘পাঠান’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। পাশাপাশি বিতর্ক, বর্জন—কোনো কিছুই শাহরুখের পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিন গত বুধবার প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। ভারতের নানা প্রান্ত থেকে এসেছে এমন খবর। সিনেমা দেখে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকেরা। সিনেমাটির অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন এব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন।
উল্লেখ্য, মুক্তির আগে বিতর্কও কম হয়নি পাঠান নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বর্জনের ডাক দেওয়া হয়। পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে সনাতন ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বর্জনের ডাকও দেওয়া হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
![GO TOP GO TOP](https://www.bd24live.com/bangla/wp-content/themes/rlnews79/images/go-top.png)
পাঠকের মন্তব্য: