জন্মনিয়ন্ত্রণ বড়ি বিক্রি বন্ধ করছে তালেবান

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের প্রধান দুটি শহরে গর্ভনিরোধক বিক্রি বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, মহিলাদের দ্বারা এটা ব্যবহার করানো মুসলিম জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি পশ্চিমা ষড়যন্ত্র।  দেশটির প্রধান দুটি শহর কাবুল ও মজর-ই-শরিফের সব দোকানে মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

তালেবানের পক্ষ থেকে ওষুধের দোকানে গিয়ে এই নির্দেশনা দেয়া হচ্ছে। বলা হচ্ছে, জন্মনিয়ন্ত্রণ বড়ি ও কোনো উপকরণ রাখা যাবে না। এর ব্যতিক্রম হলে ব্যবস্থা নেয়া হবে। এক দোকানি বলেন, তারা অস্ত্র হাতে আমার দোকানে এসে জন্মনিয়ন্ত্রণ বড়ি বিক্রি না করতে বলে গেছেন। কাবুলে তারা প্রায় দোকানেই তল্লাশি করছে। আমরা এখন এসব পণ্য আর বিক্রি করছি না।

তালেবানের হুমকি পাওয়া মধ্যবয়ষ্ক এক নারী গার্ডিয়ানকে বলেন, তোমার বাইরে গিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের পশ্চিমা ধারণা প্রচার করার অনুমতি নেই এবং এটি অপ্রয়োজনীয় কাজ।

কাবুলের এক ওষুধ দোকানি বলেন, চলতি মাসের শুরু থেকে জন্মনিয়ন্ত্রণ বড়ি ইনজেকশন বিক্রি বন্ধ করতে বলে দিয়েছে তালেবান। যেসব পণ্য আমাদের কাছে সংরক্ষিত আছে তা নিয়ে বিপাকে পড়েছি।

যুক্তরাজ্যে বসবাসরত আফগান বংশোদ্ভূত সামাজিক কর্মী শবনম নাসিমি বলেছেন, তালেবানের নিয়ন্ত্রণ শুধুমাত্র নারীদের কাজ এবং পড়াশোনা করার মানবাধিকারের ওপরই নয়, এখন তাদের শরীরের ওপরও রয়েছে, এটা আপত্তিকর।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসে তালেবান। এরপর একে একে নানা বিষয়ে তাদের তৈরি নিয়ম চালু করতে শুরু করে তারা। উচ্চশিক্ষা ও চাকরিতে নারীদের যোগ দিতে নিষেধাজ্ঞা দিয়ে ব্যাপকভাবে আলোচনার মুখে পড়েছে এই সরকার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: