তাসনিয়া ফারিণ এখন গ্র্যাজুয়েট

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৯ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন তিনি। বিভাগ থেকে দেওয়া গাউন আর সমাবর্তন ক্যাপ পরে নিজেকে ক্যামেরাবন্দী করেছেন ফারিণ। ছবিতে তাকে বেশ খুশি ও উচ্ছ্বসিত দেখাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘সমাবর্তন ২০২৩, ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।’ তার সেই পোস্টে দুই লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। এছাড়াও ১২ হাজারের বেশি নেটিজেন তাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, বর্তমানে নাটকে কাজ কমিয়ে ওটিটিতে মনোযোগী হয়েছেন ফারিণ। পাশাপাশি কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’র মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছেন তিনি। অতনু ঘোষ পরিচালিত সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: