ট্রাক দুর্ঘটনায় যশোরে দুই চালক নিহত

যশোর-খুলনা মহাসড়কের বানিয়ারগাতিতে দুইটি ট্রাকের ধাক্কায় দুইজন চালক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, শিহাব হাসান খান (১৯) ও আফজাল হোসেন (২৩)। শিহাব হাসান খান বাগেরহাট সদর উপজেলার চুলকাটি গ্রামের আলমগীর হাসান খানের ছেলে। আর আফজাল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আকবর আলী গাজীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব হাসানের ট্রাকের চাকা পাংচার হলে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি বানিয়ারগাতির যশোর ফিডের সামনে চাকা পরিবর্তন করছিলেন। ওইসময় চালক আফজাল হোসেন নিয়ন্ত্রণ হারালে তার ট্রাকটি শিহাব হাসানের ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনে। ওইসময় জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: