নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম
![](https://www.bd24live.com/bangla/wp-content/uploads/2023/06/hero-alom-1685948909.jpg)
নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করলেও হেরে যান হিরো আলম। আবারও তিনি সংসদ সদস্য পদে লড়তে প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার বগুড়া নয়, প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান হিরো আলম।
সোমবার (৫ জুন) বিকেলে নির্বাচন কমিশন থেকে ফরম নেওয়ারও কথা রয়েছে আলোচিত-সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।
প্রসঙ্গত, এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে উপনির্বাচন করেছেন হিরো আলম।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
![GO TOP GO TOP](https://www.bd24live.com/bangla/wp-content/themes/rlnews79/images/go-top.png)
পাঠকের মন্তব্য: