আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসন থেকে নৌকার মাঝি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গণপরিষদ সদস্য,বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ফুলবাড়ীয়ার শান্তির প্রতীক আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩০০টি আসনের নৌকার চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকার ধারাবাহিকতায় এ আসনের প্রার্থী হিসেবে আলহাজ্ব এড. মোসলেম উদ্দিন এর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্যযে, বর্ষিয়ান এ নেতা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অষ্টম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এদিকে আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেটকে মনোনয়ন দেওয়ায় গতকাল বাদ মাগরিব ফুলবাড়ীয়া উপজেলা সদরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।