বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যাংকটির নতুন নাম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে (প্রজ্ঞাপন নং- বিআরপিডি(এলএস-১)/৭৪৫(৭৩)/২০২৩-১০২১৮) বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ ইংরেজীতে Bengal Commercial Bank PLC হিসেবে পরিবর্তন করা হয়েছে।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে।
এ আদেশের পর থেকে ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করা হচ্ছে।
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর