শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার হওয়া বস্তুটি অত্যাধুনিক টাইম বোমা ছিল বলে জানিয়েছে পুলিশ। বোমাটি বিস্ফোরিত হলে বাসে থাকা সবাই মারা যেতেন। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পুলিশ সুপার জানান, বেঙ্গল পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি দেখে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে পরীক্ষা করে জানায়, এটি একটি টাইম বোমা ছিল। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, প্রাথমিকভাবে জানা যায় এটি টাইম জেনারেটিক বোমা। এখানে ডিজিটাল ঘড়ি, ব্যাটারিসহ বোমার সারঞ্জাম ছিল। এটি বিস্ফোরিত হলে গাড়ির ভেতরে যত যাত্রী ছিল, সবাই মারা যেতেন। বড় ধরনের এই ক্ষতির মুখ থেকে রক্ষা পাওয়ায় গাড়ির সুপারভাইজরকে আমরা ধন্যবাদ জানাই।
এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বেঙ্গল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বাসটির একটি সিটের পেছন ছিল বস্তুটি। পরে মধ্যরাতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করেন।
এই নাশকতা চেষ্টার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। সেইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর