
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে রোববার বিকেল ৪ টায়। এখন চলছে ভোটগণনা। মানিকগঞ্জ ২ (সিঙ্গাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন কণ্ঠশিল্পী মমতাজ।
নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মাঝে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছেন তিনি। মমতাজের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু (ট্রাক)- ৪১,০৪০টি ভোট পেয়েছে। অন্যদিকে নৌকার প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ২৩,৭৬১ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। নিজের ভোট দেয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। কারণ মানুষের কাছে খুব জনপ্রিয় মার্কা হচ্ছে নৌকা। আর মানুষ ব্যক্তি মমতাজ হিসেবেও আমাকে অনেক ভালোবাসে। মানুষের দ্বারে দ্বারে আমি গিয়েছি। তারা নৌকা ও আমাকে বেছে নিয়ে ভোট দেবে। এখানে নৌকা মার্কা শতভাগ জয়ী হবে।
উল্লেখ্য, ফোক সম্রাজ্ঞী মমতাজ এর আগে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হন তিনি।
সর্বশেষ খবর